কিসসা কুরসী কা
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১৩ জুন, ২০১৩, ০৭:৪৯:৪৭ সন্ধ্যা
কুরসী পেয়ে কিচ্ছা করো
ইচ্ছামত উড়তে পারো
যেথায় খুশি ঘুরতে পারো
যখন যাকে ধরতে পারো
ডান্ডাবেড়ি করতে পারো
মারতে পারো কাটতে পারো
রক্তগুলো চাটতে পারো
লাশের বুকে নাচতে পারো
আরো ক’দিন বাঁচতে পারো।
তাই বলে কী ভাবছো তুমি
কুরসীতে হয় সবই ?
কিচ্ছা তোমার খতম হবে
ধরবে টেনে রব’ই ।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন